গোপালগঞ্জে রিটার্নিং কর্মকর্তাদের নম্বর হ্যাক করে প্রার্থীদের কাছে টাকা দাবি

গোপালগঞ্জে রিটার্নিং কর্মকর্তাদের মোবাইল নাম্বার হ্যাক করে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কাছে টাকা দাবি করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা লতিফপুর, উরফি ও পাইককান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বুধবার গোপালগঞ্জ সদর থানায় জিডি করেছেন।

জিডিতে বলা হয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার লতিফপুর, উরফি ও পাইককান্দি ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ও নিজড়া, উলপুর  ইউনিয়নের রিটার্নিং অফিসার শেখ নুরুল ইসলাম, পাট উন্নয়ন অফিসার ও গোপিনাথপুর চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার উজ্জ্বল কান্তি বড়ালের মোবাইল নাম্বার হ্যাক করে প্রার্থীদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোবাইলে টাকা দাবি করে প্রতারক চক্র।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, প্রার্থীরা বিষয়টি অবহিত করার পরই আমরা প্রতারণার বিষয়টি জানতে পারি। গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, নিজড়া, গোপিনাথপুর, চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদেরকে রিটার্নিং অফিসারদের নাম্বার হ্যাক করে নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে টাকা দাবি করা হয়। এ ব্যাপারে আমি সদর থানায় একটি জিডি করেছি।
রিটার্নিং অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ নুরুল ইসলামের মোবাইল নাম্বার হ্যাক করে প্রতারকরা প্রার্থীদের কাছে টাকা দাবি করেছে বলে ওই দুই কর্মকর্তা জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, প্রতারক চক্র রিটার্নিং অফিসারদের মোবাইলের সিম ক্লোন (স্পুফিং) করে প্রতারণার আশ্রয় নিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

/বিটি/টিএন/