আগৈলঝাড়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান


শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষকরাবরিশালের আগৈলঝাড়ায় উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের পাশে পাঠদানের কোনও জায়গা না থাকায় প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন শিক্ষকরা।
স্থানীয় সুধন্য বৈরাগীর বাড়ির সামনে খোলা আকাশের নিচেই বাধ্য হয়ে শুধুমাত্র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে কোনও রকম। আর আকাশে মেঘ দেখা দিলেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।
তিন কক্ষের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও বর্তমানে বিদ্যালয়টি এতটাই ঝুকিপূর্ণ যে, ৬ মার্চ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল গাজী ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা মেরে দেন।
স্থানীয়রা জানান, নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করায় অল্প দিনেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ওই ঝুঁকিপূর্ণ ভবনে ৪ জন শিক্ষক ঝুঁকি নিয়ে পাঠদান করাতেন।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম শরীফ জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার ভবন সংস্কারের আবেদন করা হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
আর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার বলেন, পূর্ব মোহনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারষে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় জানানো হয়েছে।
/এসএনএইচ/