স্কুলছাত্রীকে ২৮ দিন আটকে রেখে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

বরিশালঅপহরণ করে ২৮ দিন আটকে রেখে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় ধর্ষক সুলতান আহম্মেদকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুলতান আহম্মেদ পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার আমলাগাছিয়া গ্রামের রশিদ গাজীর ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে থেকে তার নাতনী গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজে নবম শ্রেণিতে লেখাপড়া করে আসছিল।
ওই স্কুলছাত্রী গত ৫ মার্চ সকালে নানাবাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ওই স্কুলছাত্রী চরগাদাতলী এলাকায় পৌঁছলে বখাটে সুলতানের নেতৃত্বে বখাটে ৪/৫ জন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ঢাকার আশুলিয়া থানাধীন একটি বাসায় ২৮ দিন আটকে রেখে ধর্ষণ করে সুলতান।

এ ব্যাপারে ধর্ষিতার নানা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ধর্ষিত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ধর্ষক সুলতান আহম্মেদকে গ্রেফতার করেন।

/এমপি/