যশোর শিক্ষাবোর্ডে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু

সারাদেশের মতো রবিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর যশোর বোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ হাজার ১৪, মানবিক বিভাগে ৮৫ হাজার ৯৫৪ এবং বাণিজ্য বিভাগে রয়েছে ৩১ হাজার ৭৮জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭১ হাজার ৮৯৫ এবং ছাত্রী রয়েছে ৬৩ হাজার ১৫১ জন।

 

পরীক্ষার্থীরা জানিয়েছে বেশ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছে তারা এবং ভালো ফলাফল করতে পারবে এমনটাই আশা তাদের।

আর অভিভাবকরা পরীক্ষার গ্রহণের সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ২১১ টি কেন্দ্রে ৫৬১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৪৭ হাজার ৬৭৮জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সকালে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে এবং সুন্দরভাবেই তা সম্পন্ন হবে।

/টিএন/