বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘর

বাগেরহাটকালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাটের কয়েকশ কাঁচা ঘর। ভেঙে পড়েছে হাজার হাজার গাছ পালা। আহত হয়েছে কয়েক জন।
মঙ্গলবার রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাগেরহাটের উপর দিয়ে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহঙ্গীর আলম জানান, জেলার বিভিন্ন স্থানে ছোট-কাঁচা ঘর ও গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে রয়েছে বাগেরহাটের সঙ্গে খুলনার সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে এখনও নিহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ঝড়ে জেলার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
/এনএস/