দর্শনার্থীসংকটে বরিশাল বিভাগীয় জাদুঘর

Barisal Photo- Divisional museum failed to attract visitors (4)

 দর্শনার্থী হচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘরে। এ জাদুঘরের ২ তলার ৯টি গ্যালারিতে বিভাগের ভৌগোলিক, প্রাকৃতিক পরিচিতি ও খ্যাতনামা ব্যক্তিদের সম্পর্কে তুলে ধরা হয়েছে। গত বছরের ৮ জুন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর-এমপি বরিশাল বিভাগীয় জাদুঘর উদ্বোধন করেন।

এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্য লোকশিল্প এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব সম্পদ ও ইতিহাস তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। গত বছরের ৮ জুন নগরীর পুরাতন কালেক্টরেট ভবনে জাদুঘরের উদ্বোধন করা হলেও এখনো বাড়েনি দর্শনার্থীদের পদচারণা। এমনকি স্কুল, কলেজ শিক্ষার্থীদের আনাগোনাও খুবই সীমিত।

জাদুঘরের তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা সহকারী কাস্টডিয়ান শাহিন আলম জানিয়েছেন, চলতি বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে আশানুরূপ দর্শনার্থী হচ্ছে না। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শন আসেন।

Barisal Photo- Divisional museum failed to attract visitors (3)

তবে দর্শনার্থীদের অভিযোগ খানিকটা ভিন্ন। তাদের দাবি প্রচারণা এবং অব্যবস্থাপনার কারণেই উদ্বোধনের এক বছর দুই মাস পেরিয়ে গেলেও বিভাগীয় জাদুঘর তেমন একটা পরিচিতি লাভ করতে পারেনি। তারপর আবার রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের  অভাব।

প্রচারণার বিষয়ে জানতে চাইলে শাহীন আলম বলেন, ব্যানারসহ সামজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালানোসহ জনগণের কাছে তথ্য সম্প্রচার করা হচ্ছে। এছাড়া তথ্য সংবলিত এই জাদুঘরটি পরিদর্শনে উদ্বুদ্ধ করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময় কেন্দ্র করে জাদুঘর পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বয়ষ্ক দর্শনার্থীদের সঙ্গে শিশুরাও আসছে জাদুঘর পরিদর্শনে। প্রতিটি স্কুল, কলেজে সংশ্লিষ্ট দফতর থেকে চিঠি দেওয়া হচ্ছে। যাতে তারা তাদের শিক্ষার্থীদের বিভাগীয় জাদুঘরটি পরিদর্শনে উদ্বুদ্ধ করেন।

/জেবি/

আরও পড়তে পারেন:  বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেফতার ১