বরগুনা হানাদার মুক্ত দিবস পালিত

 

বরগুনাবিজয় শোভাযাত্রা, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বরগুনা হানাদার মুক্ত দিবস।

শিশু কিশোর সংগঠন সাগরপাড়ী খেলাঘর আসরের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সত্তার খানের নেতৃত্বে মাত্র ২১ জন মুক্তিযোদ্ধা মিলে বরগুনা হানাদার মুক্ত করেন। সেই সময়ের স্বাধীনতাকামী এসডিও আনোয়ার হোসেনকে আত্মসর্মপণ করিয়ে তার হাতে বরগুনার দায়িত্ব দেন মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন:
‘শেখ সাবের ডাকে যুদ্ধত গেছলাম, কিতা পাইলাম?’

/বিটি/