নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদকে স্মরণ

Barisal Photo- Asad Day observed in front of Ashwani Kumar Hall by paying foral tribute at his potraint and hoilding discussion on Friday-1 (2)

‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এই শ্লোগান ধারণ করে শুক্রবার বরিশালে পালিত হয়েছে ‘৬৯ গণঅভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।  

'আসাদ পরিষদ' জেলা শাখার আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বরে আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় দিবসের কর্মসূচির।

অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ আসাদ পরিষদের সাধারন সম্পাদক জ্যোতির্ন্ময় চক্রবর্তী রতন।

আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং সংরক্ষণে দিবসটির গুরুত্ব ও তাতপর্য তুলে ধরেন। তারা বর্তমান প্রজন্মকে আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৬৯ গণঅভ্যুত্থান এদেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এ গণঅভ্যুথান এর নায়ক শহীদ আসাদ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে জড়িত।

তারা পাঠ্যসূচিতে আসাদের অবদান অর্ন্তভুক্ত করারও আহ্বান জানান। অনুষ্ঠানে শহীদ আসাদের স্মরণে সংগীত পরিবেশন করে গণশিল্পী সংস্থা।

 

/এসটি/