সুশাসনের অভাবেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে: এরশাদ

Patuakhali Ersad Pic-02বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সুশাসনের অভাবেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে।’ শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন,‘দুই পক্ষের গোলাগুলিতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা দুঃখজনক। গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে তা আর শুনিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ আরও বলেন, ‘এর আগে মেরুদণ্ডহীন ও বিতর্কিত নির্বাচন কমিশনার থাকায় দেশে কোনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।’

এ সময় সার্চ কমিটির মাধ্যমে যিনি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হবেন, তিনি অবশ্যই নিরপেক্ষ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে পটুয়াখালী জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন এরশাদ। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/