বরগুনা-বরিশাল-পটুয়াখালীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ধর্মঘটপ্রশাসনের আশ্বাসের পর বরগুনা-বরিশাল-পটুয়াখালীতে চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িক প্রত্যাহার করেছে বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। সমস্যা নিরসণে প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে সমস্যা নিরসন না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাস মালিক সমন্বয় পরিষদের নেতারা।

শুক্রবার রাত ১০টায় বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে এ পরিবহন ধর্মঘট সাময়িক প্রত্যাহার করেন তারা। ফলে প্রায় ৪৮ ঘণ্টা পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বরগুনার জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক, বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন, পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা, সম্পাদক দুলু মৃধা, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু, সম্পাদক আলহাজ্ব মো. ছগির হোসেন, বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবুসহ বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

আলোচনা সভায় বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের যৌক্তিদ দাবি দাওয়া বিবেচনার আশ্বাস দিয়ে জনগরের ভোগান্তি দূর করতে পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এ সময় বাস মালিক ও শ্রমিক সমন্বয় পারিষদের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া সাত কর্ম দিবসের মধ্যে মেনে নেওয়ার প্রস্তাব দেন। এক পর্যায়ে প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. নুরুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করেন। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। প্রতিবেদন হাতে পাওয়ার পর আবারও বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সাথে আলোচনায় বসে পরবর্তি করনীয় নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বরগুনার আমতলী উপজেলায় মাহিন্দ্র ও থ্রি হুইলার মালিক শ্রমিকদের সাথে বাস মালিক শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাস মালিক-শ্রমিকসহ ১৭ জনকে আটক করে পুলিশ। এছাড়াও বেশ কয়েক জন বাস মালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। আটক বাস মালিক-শ্রমিকদের মুক্তি ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার সহ মহাসড়ক ও আঞ্চলিক মহা সড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেল, থ্রি হুইলার ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরগুনা-বরিশাল-পটুয়াখালী জেলার বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এ ধর্মঘটের ডাক দেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

ক্ষতিগ্রস্ত যে কেউ বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন: প্রধানমন্ত্রী
বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র