পটুয়াখালীতে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালীপটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে নকল সরবরাহ করার দায়ে হল সুপারসহ দুই শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্র প্রধান মো. খলিলুর রহমান ও সদর উপজেলার ছোট বিঘাই মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলাম।
পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানায়, এইএসসি পরীক্ষা পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার দাস কেন্দ্রের পাশে এক শিক্ষকের বাড়ি থেকে প্রশ্নপত্র ও প্রস্তুতকৃত নকলসহ শফিকুল ইসলামকে আটক করে। পরে তার সঙ্গে হল সুপারের সম্পৃক্ততা থাকায় ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। শিক্ষক শফিকুলকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
/এআর/