গৌরনদীতে বিষপানে স্কুল শিক্ষকের আত্মহত্যা

স্কুল শিক্ষক পরিমল হালদারপারিবারিক কলহের জেরে সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) পরিমল হালদার ওরফে কমল কান্ত (৪০) কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে শিক্ষক কমলের লাশ গ্রামের বাড়ি রামশীলে নেওয়া হয়। রাতে পারিবারিক শশ্মানে তাকে দাহ করা হয়।
পরিমল হালদার পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের শিক্ষক প্রিয়লাল হালদারের একমাত্র ছেলে। কমলের মৃত্যুর সংবাদ গৌরনদীতে পৌঁছালে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে তার পিতার ১২ শতাংশের একটি বাড়ি ছিলো। সম্প্রতি ওই বাড়িটি ৩০ লাখ টাকা মূল্যে বিক্রি করেন তার বাবা। বাড়ি বিক্রির পর টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বাবা ও একমাত্র বোনের সঙ্গে প্রায়ই কমলের ঝগড়া হতো। এর জেরে কমলের অন্তঃসত্ত্বা স্ত্রী এক মাস আগে তার বাবার বাড়ি চলে যায়। সোমবার সন্ধ্যায় এ নিয়ে ভাড়া বাসায় কমলের সঙ্গে বাবা-বোনের ঝগড়া হয়। এতে অভিমান করে সোমবার রাত ৯টার দিকে কমল কীটনাশক পান করেন। পরে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে কমল মারা যান।

/এমও/