ঝালকাঠিতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আইন-আদালতঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে কৃষক আব্দুল রব হাওলাদারকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ তারাবুনিয়া গ্রামের শহীদ হাওলাদার, একই গ্রামের পরেশ কাপালি, উত্তর তারাবুনিয়া গ্রামের সাইদুর রহমান ও মজিবুর রহমান। এদের মধ্যে মজিবুর রহমান পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আসামিরা বাড়ি থেকে আব্দুল রবকে ডেকে নিয়ে যায়। এরপরে তার খোঁজ না পেয়ে স্ত্রী ময়না বেগম ১৩ অক্টোবর রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২২ অক্টোবর উত্তর তারাবুনিয়া গ্রামে ধানক্ষেতের মধ্যে একটি পুকুর থেকে আব্দুল রবের মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৬ এপ্রিল পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ওই রায় দেন।

/বিএল/