ভোলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.৮৩

 এইচএসসি

ভোলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.৮৩ এ বছর জেলার ৫১টি কলেজ থেকে আট হাজার ১৭৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৮৭১ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে তিন হাজার ৪৫১ জন এবং মেয়ে দুই হাজার ৪২০ জন। পাসের দিক দিয়ে বরিশাল শিক্ষা বোর্ডে ভোলার জেলার স্থান তৃতীয়।

এদিকে জেলায় প্রথম স্থান অধিকার করেছে বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ। রবিবার প্রকাশিত রেজাল্টে এ তথ্য জানা যায়। জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছেলে ৫২ এবং মেয়ে ৭১ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের চেয়ে ছেলেরা অনেক এগিয়ে রয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার রেজাল্টে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। কলেজের প্রভাষক বাছেতুন নাহার জানান কলেজে এ বছর ৫৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৬১ জন। পাসের হার ৯৭.৪৬ যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

এছাড়াও লালমোহন উপজেলার লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ উপজেলায় প্রথম হয়েছে। ওই কলেজের পাসের হার ৬৬.৬৩  জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

/জেবি/

আরও পড়তে পারেন: ইউএনও সালমনকে নিরাপত্তা দিতে না পারায় বরগুনার ডিসি প্রত্যাহার