ভোলায় ৮১ মেট্রিক টন সরকারি চালসহ দোকান সিলগালা, আটক-২

ভোলায় ৮১ মেট্রিক টন সরকারি চালসহ দোকান সিলগালা (ছবি: প্রতিনিধি)ভোলা শহরের খালপাড় রোডে একটি দোকান থেকে প্রায় ৮১ মেট্রিক টন (২৭’শ বস্তা) সরকারি চালসহ দুই জনকে আটক করেছে ভোলা জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ওই দোকাণ সিলগালা এবং চাল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। শনিবার (১৯ আগস্ট)  রাতে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাতে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের খালপাড় রোডে মেসার্স ইসলাম ব্রাদার্স-এ অভিযান চালায়। এসময় ওই দোকান থেকে খাদ্য অধিদফতরের প্রায় ৮১ মেট্রিক টন চালসহ দোকানটি ( চালের আড়ৎ) সিলগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালত এসময় দোকানের ম্যানেজার শংকর বাবু ও ট্রাকের ড্রাইভার জামালকে আটক করে।ভোলায় ৮১ মেট্রিক টন সরকারি চাল জব্দ (ছবি: প্রতিনিধি)

ভোলা সদর উপজলার নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খাদ্য অধিদফতরের সরকারি চালসহ দুই জনকে আটক করে ও মেসার্স ইসলাম ব্রাদার্স সিলগালা করা হয়। এসময় চাল বহনকারী ট্রাকও জব্দ করা হয়। তিনি আরও জানান, সরকারি ওই চাল মেসার্স ইসলাম ব্রাদার্সের মালিক সংগ্রাম মিয়া চরফ্যাশনের শশীভূষণ খাদ্য গুদাম থেকে এনেছে। এই ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ইউএনও।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির রবিবার সকাল ১০ টায় এ প্রতিনিধিকে জানান জব্দকৃত ট্রাকটি ভোলা পুলিশ লাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

/এফএস/

আরও পড়ুন- ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগযোগ বন্ধ