বরিশালে ওএমএস’র আতপ চাল উত্তোলনে ডিলারদের অনীহা

বরিশালবরিশালে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আতপ চাল উত্তোলনে অধিকাংশ ডিলাররা অনীহা প্রকাশ করেছে। এ কারণে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায়নি ওএমএস’র আতপ চাল। তবে খাদ্য কর্মকর্তাদের নির্দেশে বিষয়টি বাধ্যতামূলক করায় দুপুর ২টার পর নগরীর ৭ জনের মধ্যে ৫ জন ডিলার ওএমএস এর চাল উত্তোলন করে।

এ বিষয়ে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রেজা মো. মহসিন জানান, সারাদেশে দেওয়া সরকারি নির্দেশই তারা পালন করছেন। আতপ চালের বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। তারা কোনও সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।

প্রতি ডিলারকে প্রতিদিন ১ মেট্রিক টন চাল অর্থাৎ বরিশালের ৭ জন ডিলারকে ৭ মেট্রিক টন আতপ চাল উত্তোলন করতে হবে। রবিবার থেকে শুরু হওয়া ওএমএস’র চাল বিক্রি চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

এদিকে রবিবার দুপুরের দিকে জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে ডিলাররা জানায়, বরিশালের মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয়। এ চাল উত্তোলন করা হলে তাদের লোকসানের মুখে পড়তে হবে । এ কারণে আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল দেওয়ার দাবি জানান তারা।
তখন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ডিলারদের সব ধরনের চাল উত্তোলন ও বিতরণ বাধ্যতামূলক বলায় ডিলাররা আতপ চাল উত্তোলনে বাধ্য হয়।
এরপর বেলা ৩টার দিকে উত্তোলন করা চাল নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হন তারা। তবে বিকাল পর্যন্ত ওএমএস’র আতপ চাল কিনতে ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যায়নি।