বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

1bবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার(১১ অক্টোবর) বরিশাল  উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায়  পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি  নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা   বিএনপি যৌথভাবে এক প্রতিবাদ সমাবেশ করে। অপরদিকে, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  মহানগর বিএনপি  একই কর্মসূচি পালন করে।

2bউত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। সমাবেশের পর বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ অশ্বিনী কুমার হলের গেটের সামনে আসার আগেই তাদের বাধা দেয়।

সমাবেশে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার দেশের বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখেছে। তাদের কথামতো চলতে গিয়ে আদালত ন্যায় বিচার করতে পারছেন না।’

3bএসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালি বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবুসহ বিএনপি’র অন্য নেতারা।

অপরদিকে, বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  মহানগর বিএনপি  এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশের পরে বিএনপির নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে অশ্বিনী কুমার হলের সামনে এলে পুলিশ মিছিলে বাধা দেয়।

4bমহানগর বিএনপির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের  সিনিয়র সহ-সভাপতি রফিক আহমেদ রুনু সরদার। সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সভাপতি এম জি ফারুকসহ দলীয় অন্য নেতারা।

আরও পড়ুন: বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৮