বরগুনায় ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড

বরগুনায় ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড বরগুনার বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকার করায় দুই জেলেকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেককে এক মাস করে  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ৩৭ হাজার মিটার কারেন্ট জাল,সাড়ে তিন কেজি ইলিশ এবং তিনটি নৌকা জব্দ করা হয়। শুক্রবার(১৩ অক্টোবর) সকালে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

দণ্ডপ্রাপ্ত দুই জেলে হলেন - কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মো. কালাম (২০) এবং একই উপজেলার তালগাছিয়া গ্রামের মো. বাদল (৫০)।

শুক্রবার সকালে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা ইলিশ রক্ষায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করার সময় ৩৭ হাজার মিটার কারেন্ট জাল,সাড়ে তিন কেজি ইলিশ এবং তিনটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে  কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু এই কারাদণ্ডের আদেশ দেন।’

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা ড. ওয়াহিদুজ্জামান বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ শিকার বন্ধে  প্রচারণার পাশাপাশি কঠোর প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১১ টি মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত মা ইলিশ রক্ষায় ৬৩ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৬ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৭০ কেজি ইলিশ  ও ৯৩ হাজার ৪০০ মিটার কারেন্ট  জাল জব্দ করা হয়।জব্দকৃত জালের দাম প্রায় ৪২ লক্ষ টাকা।’

 

আরও পড়ুন: 
কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে ৩ জেলের কারাদণ্ড