বরিশাল থেকে নৌ চলাচল স্বাভাবিক

বরিশালে সব ধরনের নৌচলাচল শুরু (ছবি: প্রতিনিধি)আবহাওয়ার উন্নতি হওয়ায় বরিশাল নদীবন্দর থেকে বিভিন্ন রুটে নৌযান ও ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল দফতরের নৌ নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু বলেন, ‘আবহাওয়ার উন্নতি হওয়ায় রবিবার সকাল ৭টা থেকে বরিশাল-ভোলাসহ সব নৌরুটে ৬৫ ফুটের ওপরে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সারাদেশের সব রুটেই নৌযান চলাচল স্বাভাবিকের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘ইলিশা-মজুচৌধুরীর হাটসহ সব উপকূলীয় রুটেও নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে বরিশালের মেহেন্দীগঞ্জ রুটের কিছু ছোট লঞ্চকে এখনও চলাচলের অনুমতি দেওয়া হয়নি।’