বরিশালে বিনামূল্যের বই পেতে ফি’র নামে টাকা আদায়

বরিশালে পপুলার মাধ্যমিক বিদ্যলয়ে বিনামূল্যের বই পেতে বিভিন্ন ফি’র নামে টাকা আদায়ের অভিযোগে অভিভাবকদের বিক্ষোভবরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যের বই পেতে বিভিন্ন ফি’র নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জানুয়ারি)  দুপুরে বিদ্যালয়ের সামনে অভিভাবকরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

অভিভাবকরা অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষকের নির্দেশনায় বাধ্যতামূলকভাবে বিনামূল্যের বই পাওয়ার শর্ত হিসেবে ভর্তি ও বিভিন্ন ফি’র নামে দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে।

তবে প্রধান শিক্ষকের দাবি, বই বিতরণের জন্য কোনও অর্থ নেওয়া হচ্ছে না।

অভিভাবক মো. মাহফুজ, মো. মাসুদ শিকদার, মো. বাবুল খান জানান, এ বছরের নতুন বই পেতে ভর্তি ও বিভিন্ন ফি’র নাম করে শ্রেণিভেদে ১ হাজার ৬৯০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করা ছাড়া ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে গেলেও টাকা পরিশোধ ছাড়া ভর্তির সুযোগ কিংবা বই দেওয়া হচ্ছে না।

প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, বই বিতরণের জন্য অতিরিক্ত কোনও টাকা নেওয়া হচ্ছে না। ভর্তি ও অন্যান্য ফি পরিশোধ করে ক্লাসের খাতায় নাম ওঠানোর জন্য নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রাপ্য অর্থ পরিশোধ করতে বলা হচ্ছে।