বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ১৭ জেলে অপহৃত

বরগুনাবঙ্গোপসাগর থেকে এফবি তরিকুল নামে একটি মাছ ধরার ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। ট্রলারসহ জেলেদের মুক্তির জন্য সাত লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে দস্যুরা। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. আসিফ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেরা হলো-  মো. মিরাজ, মো. মিজান, মো. রাসেল, মো. হানিফসহ অন্যরা, বাকিদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।  অপহৃত সকল জেলের বাড়ি বরগুনার বিভিন্ন গ্রামে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, শুক্রবার রাতে বঙ্গোসাগরের সোনারচর এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল এফবি তরিকুল ট্রলারের জেলেরা। এসময় জলদস্যু বাহিনী হাসান ভাই গ্রুপের সদস্যরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. আসিফ মোহাম্মদ আলী বলেন, জেলেসহ অপহৃত ট্রলারটি উদ্ধারে ইতোমধ্যেই সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। ট্রলার ও জেলেদের উদ্ধার না করা  পর্যন্ত  এ অভিযান অব্যাহত থাকবে।