মঠবাড়িয়ায় পিইসি পরীক্ষা না দিয়েও পাস করলো এক শিক্ষার্থী

পিরোজপুরপিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না দিয়েও এক শিক্ষার্থী জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। এদিকে পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করলেও অপর এক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা বেগম ও আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহেল।       

জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭-এর ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার ৫৭নং আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনি আক্তার (রোল নং ১৮০৫) পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেছে, সে জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে পাস করেছে। অন্যদিকে ৫০নং আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল জমাদ্দার (রোল নম্বর ১৭০৫) পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশের পর তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।

এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’