মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১১ জনকে সহায়তা

মাদক ছেড়ে দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ভ্যানগাড়ি বিতরণ বরগুনায় মাদকসেবন ও মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১১ মাদকসেবীকে পুনর্বাসন সহায়তা দিয়েছে বরগুনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা শেষে তাদেরকে সহয়তা দেওয়া হয়।

মাদকসেবীদের পুনর্বাসনের জন্য একটি করে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাদক ছেড়ে দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ এ সময় জেলা পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম) বলেন, ‘মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। এর আগে প্রায় ৮৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে সুস্থ জীবনে ফিরে আসতে আগ্রহ দেখালে তাদেরকে পুনর্বাসনে কাজ করে যাচ্ছি।’

তিনি জানান, পুনর্বাসনের এই ১১ জনকে নজরদারিতে রাখতে স্ব স্ব থানার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, কমিউনিটি পুলিশের সদর উপজেলার আহ্বায়ক সুখরঞ্জণ শীলসহ ছয় উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।