বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩

বরিশালবরিশাল নগরের রুপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৩ জন আহত হয়েছে। বরিশাল কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রুপাতলী এলাকার বাসিন্দা মামুন মোল্লার মোটরসাইকেল ফেলে দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ১০-১৫ জন শিক্ষার্থী স্থানীয় খাবার হোটেল ভোজন বিলাসের ভেতরে গিয়ে মোটরসাইকেলের মালিক মামুন মোল্লাকে মারধর করে হোটেলে ভাঙচুর চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর স্থানীয়রা বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করে মারধর করে।

মামুন মোল্লার ভাই বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা জানান, তার ভাইয়ের মোটারসাইকেলটি ফেলে দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

এসআই জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।