বরিশালে কারেন্ট জাল ও জাটকাসহ আটক ৯ জনের দণ্ড

 

কোস্টগার্ডের অভিযানে আটক ৯ জেলে

বরিশালের বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল ও জাটকাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেছে।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘কোস্টগার্ডের একটি দল শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল, ২ টি বেহেন্দি জাল ও ২ মন জাটকা জব্দ করেছে। এসময় ৯ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের রবিবার বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ জালগুলো ধ্বংস ও জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ