বাকেরগঞ্জে কারখানা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৪

কারখানা নদীতে ট্রলার ডুবি দেখতে এসেছেন উৎসুক জনতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে কারখানা নদীতে ট্রালার ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের কাকরদা এলাকার ডিসি রোড সংলগ্ন খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।

নিখোঁজরা হলো– ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে নিলা (১৪), দক্ষিণ নলুয়ার হিরনের ছেলে রিপন (১৮), জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) ও বাউফলের ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের শিশু সন্তান হাফসা (৪)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রলারটি খেয়াঘাটের পন্টুনে বাঁধা ছিলো। ভাঙনকবলিত নদীর তীরের মাটির অংশ (মাটির ঢেলা) আকস্মিক ভেঙে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারে ২০-২৫ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই সাতরে তীরে উঠতে সক্ষম হন।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে নদীতে তীব্র স্রোতের কারণে কাজে বেশ বেগ পেতে হচ্ছে।