ইলিশ ধরায় বরিশালে ১৭ জেলের কারাদণ্ড

c5fb9b3812e3aea99bf48bb0141aca88-59d2265dd59aeবরিশালে ১৭ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বুধবার (১০ অক্টোবর) বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশও জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, ইলিশ ধরার সময় বরিশালের মুলাদী উপেজলায় ১৩ জন, হিজলায় দুইজন ও বরিশাল সদর থেকে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। সেখানে দোষ স্বীকার করলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মাছগুলো বিলিয়ে দেওয়া হয়েছে দুঃস্থদের মধ্যে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য দেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। মা ইলিশ যাতে ডিম ছাড়ার যথেষ্ঠ সময় পায় তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আগামী ২৯ অক্টোবর থেকে আবার ইলিশ ধরতে জাল ফেলতে পাবেন জেলেরা।