তিতলির ঝাপটা নেই, পটুয়াখালী-ঢাকা লঞ্চ চলাচল স্বাভাবিক




পটুয়াখালী থেকে ঢাকাগামী নৌ যান (ছবি: সংগৃহীত)ঘূর্ণিঝড় ‘তিতলি’র ডানা ঝাপটানো কমে আসায় পটুয়াখালী এলাকায় বৈরি আবহাওয়ার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর থেকেই সূর্যের দেখা মিলেছে। শুক্রবার (১২ অক্টোবর) পরিবেশ ছিল অনেকটাই স্বাভাবিক। এদিকে তিতলির প্রভাব কাটতে শুরু করায় ডাবল ডেকার লঞ্চের ওপর থেকে চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এতে করে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা খাজা সাদেকুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় ঢাকাগামী লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২নং সতর্ক সংকেত জারি রয়েছে। এ কারণে ছোট নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

তিতলির প্রভাবে বুধবার থেকে গুড়ি গুড়ি ও মাঝারি ধরনের বৃষ্টি হয়। আবার কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যায়। তবে ঘূর্ণিঝড়টি ভারতের দিকে সরে যাওয়ায় এর প্রভাব কমতে শুরু করে। বৃহস্পতিবার থেকেই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। তবে ঝড়ের কারণে যান-মালের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন জানান, পটুয়াখালীতে ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।