বকেয়া বেতনের জন্য শিক্ষার্থীকে কান ধরে উঠ-বস, শিক্ষক আটক

আটক শিক্ষকবকেয়া বেতনের জন্য পরীক্ষার হলে শিশু শিক্ষার্থী আহাদুজ্জামান মাহিকে কান ধরে উঠ-বস করানোর অভিযোগে ওঠেছে মাদ্রাসা শিক্ষক মো. সিরাজের বিরুদ্ধে। এজন্য তাকে আটক করেছে পুলিশ। বরিশাল নগরীর শিকদার পাড়া নূরানী মাদ্রাসায় শনিবার এ ঘটনা ঘটে। মাহি ওই মাদ্রাসার প্রথম জামায়াতের শিক্ষার্থী।

মাহির বাবা কামরুজ্জামান বাবলু জানান, গত সপ্তাহ থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফি বাবাদ ১৩৫০ টাকার মধ্যে ১২০০ টাকা পরিশোধ করেছেন। বাকি ১৫০ টাকা পরীক্ষার মধ্যে দিয়ে দিতেন তিনি। কিন্তু বৃহস্পতিবার প্রথম পরীঅক্ষার দিনই মাদ্রাসার শিক্ষক মো. সিরাজ বকেয়া টাকার জন্য তার ছেলে মাহিকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে কান ধরে উঠ-বস করান এবং টাকা না দিলে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এতে করে তার ছেলে মাহি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন সে মাদ্রাসায় যেতে চায় না। বিষয়টি তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে শেয়ার করেন। ফলে বিষয়টি বিএমপি কর্তৃপক্ষ গুরুত্বসহকারে আমলে নিয়ে ওই শিক্ষককে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, শিশুটিকে যদি সত্যিই নির্যাতন করা হয় তাহলে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন কিছু না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।