ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

ঝালকাঠিঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজাপুরের বাঘড়ি বাজার থেকে নাসিম আকন এবং অপর দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয।

নাসিম ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান নির্বাচনি এজেন্ট বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, গত ২২ অক্টোবর পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাসিম আকনকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিকদার ও তিন নম্বর ওয়ার্ড ছাত্রদল সহ-সভাপতি গোলাম আজমকে গ্রেফতার করে। তবে গ্রেফতার হওয়ার পর নাসিমকে রাজাপুর থানায় কিছুক্ষণ রেখে ঝালকাঠি সদর থানায় আনা হয়। সেখান থেকে আদালতে পাঠানে হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, অন্যায়ভাবে তাদের নির্বাচন কার্যক্রম নষ্ট করার জন্য নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। প্রত্যেক দিন রাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে গ্রেফতার করেছে। এতে সবাই অতঙ্কিত।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দিন জানান, ওসির নির্দেশে নাসিম আকনকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।