একই স্থানে সভা নিয়ে পটুয়াখালীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষপটুয়াখালীর রাঙ্গাবালীতে একই স্থানে সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষপ্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার উপজেলা বিএনপি রাঙ্গাবালীর খালগোড়া পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশারফ হোসেন খালগোরা বাজারের শাহসুফি জাগিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সভা ডাকে। একই স্থানে বালুর মাঠে পথসভা আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এনিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান মামুন খান বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ পথসভায় বিএনপি হামলা চালায়। এসময় শিমুল, ছাদ্দাম, সোহেল, রাহাত, তোতা ও জাকির সহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষরাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি কবির তালুকদার বলেন,  ‘আমরা সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে সিডিউল দিয়েছি খালগোরা এলাকায় উঠন বৈঠক করার জন্য। কিন্তু আওয়ামী লীগ আমাদের সভা বানচাল করার জন্য অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, একই স্থানে আওয়ামী লীগের পথসভা এবং বিএনপির বৈঠক চলছিল। এসময় সংর্ঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।