ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৫

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলাঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি ভাঙচুর করেছে একদল যুবক। বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে পার্ক করে রাখা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় জীবা আমিনা খান কার্যালয়ের ভেতরে ছিলেন। পরে তিনি গাড়িবহর নিয়ে জেলা প্রশাসক কার্যালয় এসে অভিযোগ জানিয়ে ফেরার পথে আবার তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বহরের পেছনের গাড়িতে থাকা কর্মীদের ওপরও হামলা চালানো হয়। এতে আহত হন খাদেমুজ্জামান টিটুসহ ৫ জন নেতাকর্মী।ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের গাড়ি বহরে হামলা

ঘটনার পর শহরের বিশ্বরোডের চেহারা মঞ্জিলের সামনে অবস্থিত বিএনপির নির্বাচনি কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে জীবা আমিনা খান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।’ এ সময় জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর উপস্থিত ছিলেন।

এ বিষয় জানতে চাইলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, ‘দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালিয়েছে। খবর শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমাদের জানা নেই। আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না।’