বরগুনায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার

উদ্ধার হরিণের চামড়া ও মাংসসুন্দরবনের বরগুনা অংশে অভিযান চালিয়ে এক মণ হরিণের মাংস, একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পাথরঘাটা উপজেলার পক্ষিদিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি, একটি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে এনে লোকালয়ে বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন সংলগ্ন বলেশ্বর ও পায়রা নদীর মোহনার পক্ষিদিয়া এলাকায় অভিযানে চালান। এসময় শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস, মাথা ও চামড়া রেখে পালিয়ে যায়।’

উদ্ধার হরিণের চামড়া ও মাংসজহুরুল ইসলাম আরও বলেন, ‘বুধবার কোনও এক সময় সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উদ্ধার হওয়া মাংস ও মাথা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে।’