ট্রলারডুবির ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

পটুয়াখালী

পটুয়াখালীর রামনাবাদ নদীতে ট্রলারডুরির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য অভিযান চলছে। শনিবার সকাল থেকে কলাপাড়া উপজেলার ওই নদীতে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে বালু খননকারি ভলগেট ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ৭ শ্রমিকসহ ইট বহনকারী ট্রলারটি উল্টে যায়। পরে ডুবে যায়। এ সময় পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পরলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই শ্রমিক হলেন, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের বাসিন্দা মো. সাইফুল (৩০) ও একই এলাকার নুর ইসলাম (৩৫)।

কলাপাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া উপজেলার দেবপুর এলাকার রামনাবাদ নদীতে ইটবাহী ট্রলারটিকে বালু খননকারি ভলগেট ড্রেজার ধাক্কা দেয়। এ সময় ট্রলারটি সাতজন শ্রমিক নিয়ে ডুবে যায়। পরে পাঁচ শ্রমিক উদ্ধার হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো ফারুক সিকদার জানান, শনিবার সকালে বরিশাল থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। ট্রলারটি ৪০-৫০ ফিট পানির নিচে রয়েছে। তবে এখন নদীতে অনেক স্রোত। তাই ভালোভাবে অভিযান চালানো যাচ্ছে না।  নিখোঁজ দুইজন ট্রলারের মধ্যে রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।