বরিশাল নগরীতে বর্ণ মিছিল

বরিশাল নগরীতে বর্ণ মিছিলবাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বরিশাল নগরীতে বর্ণ মিছিল বের করা হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ (দুঃসাহসী) মিছিলটি বের করে।

টেলি কনফারেন্সের মাধ্যমে মিছিলের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ। বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাংলা ভাষা নিয়ে কাজ করা সংগঠন ‘অভাজন’র সভাপতি প্রকৌশলী দেলায়ার হোসেন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাজ্জাদ নয়ন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ বাংলায় মেশাবে। এ অবস্থা থেকে উত্তোরণে এখন থেকেই শুদ্ধ বাংলা শিখতে হবে।

বক্তারা অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।