ইসলামকে বাদ দিয়ে রাজনীতি কল্পনা করা যায় না: চরমোনাই পীর

গণজমায়েত মাহফিলে চরমোনাই পীরইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আদর্শ নেতৃত্ব তৈরির ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু একটি অশুভ মহল ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস-মাদক ও অনৈতিকতার অভয়ারণ্য করে রাখার পরিকল্পনায় ইশা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি সেসব সংগঠনের নেতাকর্মীদের বলবো, বাংলাদেশের ইতিহাসে ইসলামকে বাদ দিয়ে রাজনীতি কল্পনা করা যায় না।’

শুক্রবার চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,তার দল প্রতিষ্ঠার পর থেকে দেশের ছাত্র সমাজকে মানবসম্পদ হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছে।  এ সংগঠনের নেতাকর্মীরা কোনও অন্যায় ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নেই। বরং প্রতি বছর পরিকল্পনাভিত্তিক দেশের স্বার্থসংশ্লিষ্ট ও সামাজিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করা হলে এটি জাতীয় ইস্যুতে রূপ নেবে। আশা করবো সব সংগঠনের অংশগ্রহণে ডাকসু নির্বাচন হোক।