বিএমপি কার্যালয় পরিদর্শন ৪ দেশের সেনা কর্মকর্তাদের

মতবিনিময় সভায় ৪ দেশের সেনা কর্মকর্তারা (ছবি– প্রতিনিধি)

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কার্যালয় পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের ইন্টারনাল স্টাডি ট্যুর-এর সদস্যরা। রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় নগরীর আমতলা মোড়ে ভাড়া বাসায় স্থাপিত বিএমপি কার্যালয় পরিদর্শন করেন তারা। এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল মোশফেকুর রহমান।

পরে বিএমপি কার্যালয়ে কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। এতে পরিচয়পর্ব শেষে বিএমপি’র অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্ম-পরিকল্পনা ও কার্যক্রম ডক্যুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহ্ফুজুর রহমান।

সভায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলংকার ২৫ জন ব্রিগ্রেডিয়ার জেনারেল এবং যুগ্ম-সচিব মর্যাদার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এসময় বিএমপি’র ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।