বরিশালের ৩৮ উপজেলার ১১৪ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

শপথ গ্রহণ করছেন বরিশাল বিভাগের ৩৮টি উপজেলার চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের চেয়ারম্যানরা

বরিশাল বিভাগের ছয় জেলার ৩৮টি উপজেলার ১১৪ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন। বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পৃথকভাবে বিভিন্ন জেলার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

শপথ বাক্য পাঠ করেন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩৮টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানরা।

শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন খান, ডিজিএফআই’র প্রধান কর্নেল শরিফুজ্জামান, র‌্যাব-৮ এর পরিচালক আতিকা ইসলাম। এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করেন।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বিভাগের ৪২টি উপজেলার মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ২৪ মার্চ থেকে পর্যায়ক্রমে ৩৮টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়। সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা, বরগুনা জেলার তালতলী উপজেলা ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলায় বিভিন্ন জটিলতার কারনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।