ঝালকাঠিতে সর্ব রোগের চিকিৎসাকেন্দ্রকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঝালকাঠিতে ইউনানি চিকিৎসাকেন্দ্র ও ভেটেরিনারি ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) শহরের কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় অশ্লীল বিজ্ঞাপন দেওয়া, চিকিৎসক না থাকা এবং সব রোগের চিকিৎসার নামে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন আদালত।

বরিশালের ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে ওয়ামিন হারবাল ও দিল্লি ইউনানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও লাইসেন্সে অমিল থাকায় ভেটেরিনারি ওষুধের দোকান মুনা মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন জানান, টিভিতে অশ্লীল বিজ্ঞাপন দিয়ে ইউনানি এবং দিল্লি হারবাল চর্ম, যৌন, পাইলস, হেপাটাইটিস বিসহ সব রোগের ওষুধ পাওয়ার প্রচারণা চালায়। অনেক ওষুধ তারা নিজেরা তৈরি করে চড়ামূল্যে বিক্রি করছিল। লাইসেন্স, সাইনবোর্ড ও ব্যবসার ধরন একেকরকম−এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এখানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।