ঝালকাঠিতে সাতদিনের বৃক্ষমেলা শুরু

বৃক্ষ মেলা উদ্বোধন করছেন আমির হোসেন আমু (ছবি– প্রতিনিধি)

ঝালকাঠিতে সাতদিনের ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ২৫টি স্টলে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন আমির হোসেন আমু। এদিকে, মেলা উপলক্ষে সকালে একটি র‌্যালি বের করা হয়; যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন– পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুল হক।