নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী আটক

 

nonameপিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নে এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৩২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে এই চাল উদ্ধারের সময় ব্যবসায়ী মো. আ. হক শেখকে (৫০) আটক করা হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির এই খবর নিশ্চিত করেছেন।

ওসি  জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর খেজুরতলা বাজার এলাকায় মো. আ. হক শেখের গুদামে গিয়ে ওই চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমাণ চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম উল্লেখসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে।

গুদাম মালিক মো. আ. হক শেখ দাবি করেছের খাদ্য গুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসাবে ওই চাল তিনি উপজেলার শ্রীরামকাঠী খাদ্য গুদাম থেকে দুপুরে এনেছেন। তবে শ্রীরামাকাঠী খাদ্য গুদাম রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানী মৃধা জানান, এসব চাল তাদের খাদ্য গুদামের নয়।