বরিশালে মিথ্যা মামলা করায় নারীর পাঁচ বছরের কারাদণ্ড

আদালত

বরিশালে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করায় এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি লাকী বেগম বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বলইকাঠী গ্রামের রফিক সিকদারের মেয়ে। লাকীর দায়ের করা মামলা খারিজ হওয়ার পর ওই মামলার প্রধান আসামি আমিনুল সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ২ জুলাই লাকীর বাবা রফিক সিকদার বাদী হয়ে আমিনুলকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনও আলামত না পাওয়ায় ২০১৩ সালের ২৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ট্রাইবুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলাটি খারিজ হয়ে যায়।

তিনি আরও জানান, পরে ওই বছরের ২১ জুন আমিনুল সিকদার বাদী হয়ে মিথ্যা ধর্ষণ মামলার প্রতিকার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে লাকী ও তার পিতা রফিকসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইবুনালের বিচারক ওই রায় দেন।