‘দেশে ন্যায়বিচার না থাকায় অপরাধ বাড়ছে’

 

01দেশে ন্যায় বিচার না থাকায় অপরাধ বাড়ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘দেশে হত্যা-অত্যাচার-নির্যাতন দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে। আবরার হত্যার বিচার দৃষ্টান্তমূলক হওয়া দরকার। তা না হলে এ অবস্থা চলতেই থাকবে।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় নগরীর দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘নানা উন্নয়নের কথা বলা হচ্ছে। প্রকৃত উন্নয়ন হচ্ছে সুনির্দিষ্ট কিছু ব্যক্তির। দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশবিরোধী চুক্তি, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ করে বরিশাল মহানগর ও জেলা বিএনপি।

যুগ্ম মহাসচিবের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ অনেকে।