দুই স্কুলছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা, নারী গ্রেফতার

Jhalakati Student News Photo 22-10-2019.docঝালকাঠির কাঠালিয়ায় দুই স্কুল ছাত্রীকে ভারতে পাচারের চেষ্টার সময় সাথী বেগম (২৫) নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার  করেছে পুলিশ। এ সময় দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত দুই স্কুলছাত্রীদের একজন সপ্তম ও অপরজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সাথী বেগম  ও রাহুল এবং অজ্ঞাতনামা ৩/৪ জন আসমি করে মানবপাচার আইনে কাঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, পাচারকারী সাথী বেগম ও রাহুলসহ একটি সঙ্ঘবদ্ধ চক্র দুই স্কুলছাত্রীকে পাচারের চেষ্টার সময় সাথী বেগমকে গ্রেফতার করা হয়। দুই ছাত্রীকেও উদ্ধার করেত সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে।

ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে আদালত ৬৪ধারায় উদ্ধারকৃত দুই ছাত্রীর জবানবন্দি রেকর্ড এবং সাথী বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।