বোরহানউদ্দিনে সহিংসতা: দুই মামলায় সেই বিপ্লবসহ ৫ জন রিমান্ডে

ভোলার বোরহানউদ্দিনে সহিংসতা

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেসেঞ্জারে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় আটক বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় মামলায় আটক আরিফ ও সজীব নামে দুই যুবককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালত এ আদেশ দেন। ভোলা সদর আদালতের কোর্ট ইন্সপেক্টর রথীন্দ্র নাথ বিশ্বাস এ কথা জানান।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক মামলায় তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডে দেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, আমরা এখনও ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশের ওপর হামলার মামলায় আটক আরিফ (২০) উপজেলার কুতুবা গ্রামের আকবর হাওলাদারের ছেলে এবং সজীব একই এলাকার মুনফ চৌকিদারের ছেলে।

উল্লেখ্য, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন।