নকলে সহায়তার দায়ে ৩ শিক্ষকের জেল-জরিমানা

বরিশালবরিশালের উজিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষায় নকলে সহায়তার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড এবং দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ নভেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদার এ তথ্য জানান।

কারাদণ্ড পাওয়া শিক্ষক হলেন আবুল কালাম আজাদ এবং জরিমানা পাওয়া শিক্ষক হলেন হাফিজুর রহমান ও শিল্পী সরকার। বিকালে আবুল কালামকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানার এসআই বশির উদ্দিন সিকদার জানান, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হারতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরীক্ষার্থীদের নিজ হাতে লিখে দিচ্ছিলেন। এসময় তাকে হাতে নাতে ধরা হয়।

ওই শিক্ষককে সহযোগিতা করার দায়ে সাতলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়ে আসা হয়।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাফিজুর রহমান ও শিল্পি সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাজা ঘোষণা করার সময় আবুল কালাম আজাদ সবার উপস্থিতিতে বলেন, ‘হারতা পরীক্ষা কেন্দ্রে প্রতি বছরই পরীক্ষায় এ ধরনের ঘটনা ঘটে থাকে। এটা নতুন কিছু নয়।’