প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের মর্যাদা রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন: গণপূর্তমন্ত্রী

মাহফিলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমপ্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন, যা গত ৪৮ বছরেও কেউ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর পরামর্শে তার আগের মন্ত্রিসভার দুই জন সদস্য বামপন্থী নেতা হিসেবে যাদের পরিচিতি রয়েছে, তারাও হজ্ব করে এসেছেন। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, ‘এ দেশে ইসলাম পরিপন্থী কোনও আইন বাস্তবায়ন করা হবে না।’ ইসলাম শান্তির ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ধর্মের মযাদা রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন।’’

শুক্রবার (২৯ নভেম্বর) পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার  রাষ্ট্রীয় খরচে আলেম-ওলামাদের  হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের এক পঞ্চমাংশ লোক ইসলামি শিক্ষায় পড়াশোনা করেন। সে কারণে আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। কওমির সর্বোচ্চ শিক্ষাকে আমাদের সরকার এম এ পাসের মর্যাদা দিয়েছে। যেন মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রশাসনসহ সরকারের উচ্চ পদে চাকরি করার সুযোগ পায়।’

শ ম রেজাউল করিম বলেন, ‘জীবনের জন্য যা কিছু নির্দেশনা, সবকিছু পবিত্র কোরআন শরীফে দেওয়া আছে। যা রাসূলুল্লাহ (স.) এর সহীহ হাদীসেও স্পষ্ট উল্লেখ আছে। আমরা ভুল ধারণার বশবর্তী হয়ে ইসলামি শিক্ষাকে সংকীর্ণ করি। ইসলামি শিক্ষা থেকে আমরা আদব-কায়দা, নৈতিকতাসহ চলার পথের যাবতীয় সব কিছু শিখতে পারি। যা অন্য কোথাও নেই। এজন্য আমরা বলবো ধর্মীয় অনুশাসন মেনে আমাদের চলা উচিত।’