‘ঝুঁকিতে ৬০ লাখ পরিচ্ছন্নতাকর্মী’

বরগুনায় মিডিয়া ক্যাম্পেইনে উপস্থিত অতিথিরাসারাদেশের পৌরসভা ও সিটি করপোরেশনে কর্মরত ৬০ লাখ বর্জ্য ও পয়ঃনিষ্কাশন পরিচ্ছন্নতাকর্মী ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশের নিজস্ব কোনও জমি নেই। ৯০ শতাংশ সমাজে অবজ্ঞার শিকার হন এবং তাদের সন্তানরা অর্থাভাবে স্কুল থেকে ঝরে পড়ে। ৬০ শতাংশ স্থানীয় চায়ের দোকান এবং রেস্টুরেন্টগুলোতে যেতে পারেন না এবং ৩৬ শতাংশ বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হন।’


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে কর্মজীবী নারী বাস্তবায়িত ‘মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় বর্জ্য ও পয়ঃনিষ্কাশন কর্মীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রাকটিক্যাল অ্যাকশনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য উপস্থাপন করেন প্রাকটিক্যাল অ্যাকশনের ফিল্ড কোঅর্ডিনেটর এসএম মোতাকাব্বিরুল হক।
প্রাকটিক্যাল অ্যাকশনের ফিল্ড কোর্ডিনেটর এসএম মোতাকাব্বিরুল হক বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন, ফরিদপুর পৌরসভা, বাগেরহাট পৌরসভা ও বরগুনা পৌরসভার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন কর্মীদের নিয়ে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি। প্রকল্পের অধিনে ২২ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে সামাজিকভাবে স্বচ্ছল ও সচেতন করা হচ্ছে। এর মধ্যে বরগুনার ২৬৮ জন পরিচ্ছন্নতাকর্মীর জীবনমান উন্নয়নে কাজ করছি।’
মোতাকাব্বিরুল আরও বলেন, ‘প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য গ্লাভস, হাত মোজা, পায়ের মোজা, জুতা/বুট, নিরাপত্তা চশমা, মাস্ক, নিরাপত্তা হেলমেট, অ্যাপ্রোন দিয়ে থাকি। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাংবাদিক আব্দুল আলীম হিমু, আনোয়ার হোসেন মনোয়ার, জাকির হেসেন মিরাজ, মো. হাসানুর রহমান ঝন্টু, অ্যাডভোকেট সঞ্জীব দাস, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, স্বপন দাস প্রমুখ।