১৪ দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে: শিরীন আখতার

 



বরিশালে শিরীন আখতারজাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, ১৪ দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল শহরের টাউন হলে জেলা ও মহানগর জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি সব ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা এবং একই সঙ্গে উন্নয়নের অনুসর্গ দুর্নীতিকে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে ১৪ দল। আর ১৪ দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

মহানগর জাসদের সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আব্দুল হাই খন্দকার এবং জাসদের কেন্দ্রীয় নেতা  মো.  মোহসীন। বক্তব্য রাখেন স্থানীয় জেলা জাসদের সভাপতি আব্দুল হাই মাহবুবসহ মহানগর-জেলা ও বিভিন্ন উপজেলার জাসদ নেতারা।

এরআগে টাউন হলের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন শিরীন আখতার।