বরিশালে চীনফেরত ব্যক্তিকে ১৪ দিন আলাদা থাকার পরামর্শ

1

বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামে চীনফেরত এক ব্যক্তিকে রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এসময় তাকে ১৪ দিন আলাদা থাকার (কোয়ারেন্টাইন) পরামর্শ দেন চিকিৎসকরা।  ওই ব্যক্তি গত ৪ বছর ধরে চীনের জেনজিয়াং সিটিতে বসাবস করে আসছেন। তিনি জিয়াং সু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, চীন থেকে বাড়ি ফিরেছে এমন খবর পেয়ে চিকিৎসকসহ তার বাসায় যাই। ওই সময়ে সে বাড়িতে ছিল না। তার বাবা-মাকে বলা হয়েছে তাকে যেন আইসোলেশন কেন্দ্রে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসক ফয়সাল ফাহাদ জানান, তার শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ নেই। তারপরও সাবধানতা অবলম্বন করতে আইসোলেশন কেন্দ্র থেকে তাকে সতর্ক করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সবসময় মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে মানুষজন থেকে এমনকী পরিবারের সদস্যদের কাছ থেকেও ১৪ দিন আলাদা থাকার নির্দেশনা দেওয়া হয়।